মো. নাজিম উদ্দিন:
‘‘থাকবো না আর নিরক্ষর, হবো মোরা সাক্ষর’’ প্রতিপাদ্যকে সামনে রেখে সামজের নিরক্ষর জনগনকে সাক্ষরতা দানের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের আওতায় শিক্ষক ও সুপারভাইজারদের ৫দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে ও জেলা ভারডো’র সহযোগিতায় রবিবার বেলা এগারটায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কর্মশালা শুরু হয়।
সদর ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রভাষক ও সাংবাদিক আজিজুর রহমান রনি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন ঘোষনা করেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহেবুব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কুমিল্লা জেলা শাখার সহকারী পরিচালক শেখ মোঃ নাজমুল হক।
অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রোগ্রাম অফিসার আবু তাহের, প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌসি।
পাঁচদিন ব্যাপী এই প্রশিক্ষন কর্মশালায় মুরাদনগর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ১জন সুপারভাইজার এবং ৩০জন শিক্ষক অংশগ্রহন করেন।