অন্তর্জাতিক ডেস্ক:
মেক্সিকোর মাদক সম্রাট হেক্টর বেলট্রান লেইভা গতকাল রবিবার কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সে জ্যাকুইন ‘এল চাপো’ গুজম্যানের এক সময়কার সহযোগী ছিল। দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘বন্দি হেক্টর ম্যানুয়েল বেলট্রান লেইভা ওরফে ‘এইচ’ টোলুকা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।’
২০১৪ সালের অক্টোবর মাসে সান ম্যাগুয়েল ডি আলেন্ডের একটি সামুদ্রিক খাবারের রেস্তোরাঁ থেকে হেক্টরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে সে মাদকচক্রটি প্রধান ছিল।
প্রায় ২২ মাস আগে গুজম্যানকে (৬১) যুক্তরাষ্ট্রে নেয়া হয়। তার বিরুদ্ধে দীর্ঘ ২৫ বছরে যুক্তরাষ্ট্রে ১৫৫ টনের বেশি কোকেন পাচারের অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদ- দেয়া হবে।