ঢাকা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

লাইফ সাপোর্টে চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন

বিনোদন ডেস্ক:

লাইফ সাপোর্টে আছেন চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন। রবিবার সকালে ব্রেনস্ট্রোক করলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে নেওয়া হয়।

তার ছেলে নির্মাতা ও অভিনেতা সোহেল আরমান বলেন, সকালে আমি যখন বুঝতে পারি আব্বা হাত পা নাড়তে পারছেন না, তখনই তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক জানান আব্বা ব্রেনস্ট্রোক করেছেন। তার শারীরিক অবস্থা ভালো না। যে কারণে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আমজাদ হোসেনের শারীরিক অবস্থা বিশেষ ভালো নয়। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন।

১৯৪২ সালের ১৪ আগস্ট, জামালপুরে আমজাদ হোসেনের জন্ম। পঞ্চাশের দশকে ঢাকায় এসে সাহিত্য ও নাট্যচর্চার সঙ্গে জড়িত হন তিনি।

আমজাদ হোসেন ১৯৬১ সালে হারানো দিন ছবিতে অভিনয় দিয়ে চলচ্চিত্রে আগমন করেন। পরে তিনি চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন। ১৯৬৭ সাল থেকে তিনি এ পর্যন্ত বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন।

তার পরিচালিত প্রথম চলচ্চিত্র হচ্ছে আগুন নিয়ে খেলা। পরে তিনি ‘নয়নমণি’, ‘গোলাপি এখন ট্রেনে’, ‘ভাত দে’ ছবি দিয়ে প্রশংসিত হন। ‘গোলাপি এখন ট্রেনে’ ও ‘ভাত দে’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শিল্পকলায় অবদানের জন্য তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

লাইফ সাপোর্টে চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন

আপডেট সময় ০৯:০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮
বিনোদন ডেস্ক:

লাইফ সাপোর্টে আছেন চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন। রবিবার সকালে ব্রেনস্ট্রোক করলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে নেওয়া হয়।

তার ছেলে নির্মাতা ও অভিনেতা সোহেল আরমান বলেন, সকালে আমি যখন বুঝতে পারি আব্বা হাত পা নাড়তে পারছেন না, তখনই তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক জানান আব্বা ব্রেনস্ট্রোক করেছেন। তার শারীরিক অবস্থা ভালো না। যে কারণে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আমজাদ হোসেনের শারীরিক অবস্থা বিশেষ ভালো নয়। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন।

১৯৪২ সালের ১৪ আগস্ট, জামালপুরে আমজাদ হোসেনের জন্ম। পঞ্চাশের দশকে ঢাকায় এসে সাহিত্য ও নাট্যচর্চার সঙ্গে জড়িত হন তিনি।

আমজাদ হোসেন ১৯৬১ সালে হারানো দিন ছবিতে অভিনয় দিয়ে চলচ্চিত্রে আগমন করেন। পরে তিনি চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন। ১৯৬৭ সাল থেকে তিনি এ পর্যন্ত বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন।

তার পরিচালিত প্রথম চলচ্চিত্র হচ্ছে আগুন নিয়ে খেলা। পরে তিনি ‘নয়নমণি’, ‘গোলাপি এখন ট্রেনে’, ‘ভাত দে’ ছবি দিয়ে প্রশংসিত হন। ‘গোলাপি এখন ট্রেনে’ ও ‘ভাত দে’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শিল্পকলায় অবদানের জন্য তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।