বিনোদন ডেস্ক:
লাইফ সাপোর্টে আছেন চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন। রবিবার সকালে ব্রেনস্ট্রোক করলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আমজাদ হোসেনের শারীরিক অবস্থা বিশেষ ভালো নয়। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন।
১৯৪২ সালের ১৪ আগস্ট, জামালপুরে আমজাদ হোসেনের জন্ম। পঞ্চাশের দশকে ঢাকায় এসে সাহিত্য ও নাট্যচর্চার সঙ্গে জড়িত হন তিনি।
আমজাদ হোসেন ১৯৬১ সালে হারানো দিন ছবিতে অভিনয় দিয়ে চলচ্চিত্রে আগমন করেন। পরে তিনি চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন। ১৯৬৭ সাল থেকে তিনি এ পর্যন্ত বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন।
তার পরিচালিত প্রথম চলচ্চিত্র হচ্ছে আগুন নিয়ে খেলা। পরে তিনি ‘নয়নমণি’, ‘গোলাপি এখন ট্রেনে’, ‘ভাত দে’ ছবি দিয়ে প্রশংসিত হন। ‘গোলাপি এখন ট্রেনে’ ও ‘ভাত দে’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শিল্পকলায় অবদানের জন্য তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।