বিনোদন ডেস্কঃ
আলিয়া ভাট ও রণবীর কাপুরের প্রেমের সম্পর্ক এখন আর কারও অজানা নেই। শুধু তাই নয়, জোর আলোচনা চলছে তাদের বিয়ে নিয়েও। জানা গেছে, ২০১৯ সালে তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।
এরই মধ্যে আলিয়া ভাটকে নিয়ে রণবীর কাপুরের ডাক্তারের কাছে যাওয়ার একটি ছবি ক্যামেরাবন্দী হয়েছে। যা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ছবিটি প্রকাশ পাওয়ার পর অনেকে জানতে চান, আলিয়ার কি হয়েছে? জানা গেছে, সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করতে গিয়ে আঘাত পান আলিয়া ভাট। আর সে কারণেই তাকে নিয়ে চিকিৎসকের কাছে যান রণবীর। ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার সময় আলিয়াকে বেশ মনমরা দেখাচ্ছিল।
কেউ কেউ বলছেন, মানুষ হিসেবে আলিয়া অসুস্থ হতেই পারেন। আর প্রেমিক হিসেবে আলিয়াকে ডাক্তারের কাছে নেওয়াটা রণবীরের দায়িত্বশীলতার পরিচয় বহন করে।
বলিউডের এই দুই তারকা ইদানীং একান্তে বেশির ভাগ সময় কাটাচ্ছেন। কারণ চিকিৎসার জন্য রণবীর কাপুরের বাবা-মা দুজনই এখন নিউইয়র্কে। তাই প্রেমিককে মানসিকভাবে সাপোর্ট দিচ্ছেন আলিয়া ভাট।