ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

দণ্ডিতরা নির্বাচন করতে পারবেন না, হাইকোর্টের আদেশ আপিল বিভাগেও বহাল

জাতীয় ডেস্কঃ

ফোজদারি মামলায় দুই বছর বা এর অধিক দণ্ডিতরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না মর্মে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ দণ্ডিতদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই মর্মে আদেশ দেন। ওই আদেশে আদালত বলেন, সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুযায়ী নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই। বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ পাঁচজনের করা এক আবেদন খারিজ করে দিয়ে আদালত আদেশ দেন।

পরে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন আরেক বিএনপি নেতা জাহিদ হোসেন। আজ ওই আবেদনের উপর শুনানি শেষে আপিল বিভাগ ‘নো’ অর্ডার দেন। এর ফলে হাইকোর্টের আদেশ বহাল রইলো বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে রাতের অন্ধকারে চলে গোমতী নদীর মাটি কাটার মহোৎসব, নির্বিকার প্রশাসন

দণ্ডিতরা নির্বাচন করতে পারবেন না, হাইকোর্টের আদেশ আপিল বিভাগেও বহাল

আপডেট সময় ১১:০০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
জাতীয় ডেস্কঃ

ফোজদারি মামলায় দুই বছর বা এর অধিক দণ্ডিতরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না মর্মে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ দণ্ডিতদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই মর্মে আদেশ দেন। ওই আদেশে আদালত বলেন, সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুযায়ী নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই। বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ পাঁচজনের করা এক আবেদন খারিজ করে দিয়ে আদালত আদেশ দেন।

পরে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন আরেক বিএনপি নেতা জাহিদ হোসেন। আজ ওই আবেদনের উপর শুনানি শেষে আপিল বিভাগ ‘নো’ অর্ডার দেন। এর ফলে হাইকোর্টের আদেশ বহাল রইলো বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।