ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া -০৬ বাঞ্ছারামপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনকারী রাজনৈতিক দলের প্রার্থীগন আজ বুধবার উৎসব মুখর পরিবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
প্রার্থীগন হলেন ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলাম এমপি (আওয়ামীলীগ), এম.এ খালেক পিএসসি (বিএনপি) ,কৃষিবিদ মেহেদী হাসান পলাশ(বিএনপি),এডভোকেট রফিক সিকদার(বিএনপি), এডভোকেট জিয়া উদ্দিন জিয়া(বিএনপি),এডভোকেট কে.এম.জাবির (জাসদ রব),জেসমিন নূর প্রিয়াংকা(জাতীয় পার্টি,এরশাদ), এবং এডভোকেট সৈয়দ মোঃ জামাল (সিপিবি),স্বতন্ত্র থেকে মো.কবীর হোসেন।
মনোনয়ন দাখিলের সময় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীদের বিপুল পরিমান সমর্থকরা সাথে আসলেও উপজেলা পরিষদে এসে তারা চুপচাপ দাড়িয়ে থাকে।সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলামের কাছে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন সকাল ১০ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন মহি,আওয়ামীলীগ নেতা সাঈদ আহমেদ বাবু মনোনয়ন প্রাপ্ত বর্তমান এমপি ক্যা.এবি তাজুল ইসলামের পাশে থাকায় নেতাকর্মীরা স্বস্থির নি:শ্বাস ফেলেন।
অপরদিকে,বিএনপিতে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করায় নেতাদের মাঝে অস্বস্থি বিরাজ করছিলো।