বিনোদন ডেস্ক:
বিয়ের পূর্ব প্রস্তুতি নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। আগামীকাল মার্কিন তারকা নিক জোনাসের সাথে সাতপাকে বাঁধা পড়ছেন তিনি। যোধপুরের উমেদ ভবন প্যালেসে বিয়ের অনুষ্ঠান হবে তাদের। আর বিয়েতে মোবাইল নিষিদ্ধ করেছেন তারা। দীপিকা ও রণবীরের বিয়ের এই পদ্ধতি প্রিয়াঙ্কাও তার বিয়েতে নির্ধারণ করেছেন।
অতিথিদের নিমন্ত্রণ দেওয়ার সময় মোবাইল ব্যবহার না করার জন্য অনুরোধ করেছেন তারা। নিরাপত্তাজনিত কারণে পর্যটকদের জন্য উমেদ ভবন প্যালেস বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত প্যালেস বন্ধ থাকবে। অনুষ্ঠানে বলিউডের কয়েকজন মাত্র নিমন্ত্রণপত্র পেয়েছেন। পরবর্তীতে মুম্বাইয়ে সংবর্ধনা অনুষ্ঠানে বলিউড তারকাদের নিমন্ত্রণ করা হবে।