খেলঅধূলা ডেস্কঃ
যোগ করা সময়ে দেয়া গোলে এভারটনকে হারিয়েছে লিভারপুল। রবিবার রাতে দিভক ওরিগির একমাত্র গোলেই জয় পেয়েছে দলটি। আর এই জয়ে শীর্ষে থাকা ম্যানসিটির ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে জার্গেন ক্লপের দল। কারণ ১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ম্যানসিটি থেকে মাত্র দুই পয়েন্ট পেছনে রয়েছে তারা।
পয়েন্ট ভাগাভাগি করে যখন মাঠ ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এভারটন। তখন যোগ করা সময়ে পাল্টা আক্রমণ থেকে করা গোলে অ্যানফিল্ডে সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেয়।
নগরপ্রতিদ্বন্দ্বী দু’দলের মধ্যে এটি ছিল ২৩২তম মুখোমুখি লড়াই। এর মধ্যে শেষ ১৮ ম্যাচে এভারটনের বিপক্ষে অপরাজিত আছে লিভারপুল। আর দলটির বিপক্ষে পঞ্চমবারের মতো অতিরিক্ত সময়ের গোলে জয় এটি।