জাতীয় ডেস্ক:
ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য ২৪ মধ্যে রিটার্নিং অফিসারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
গত ২৮ নভেম্বর মির্জা আব্বাসের মনোনয়নপত্র গ্রহন করেনি ঢাকার রিটার্নিং অফিসার কেএম আলী আজম। পরে ওই মনোনয়নপত্র ইসিতে জমা দেন আব্বাস।
কিন্তু কোন সিদ্ধান্ত না পাওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন।