জাতীয় ডেস্ক:
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ দিনে ৩৩টি সন্তান প্রসব হয়েছে। বর্তমানে সব প্রসূতি মা ও শিশু সুস্থ আছেন। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র মিডওয়াইফ মাহমুদা সিদ্দিকা শিউলির তত্ত্বাবধানে ৩ জন মিডওয়াইফের সহযোগিতায় ৩৩ জন গর্ভবতী মা জীবিত সন্তান প্রসব করেন।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আলম জানান, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার কারণেই বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়ে গেছে। তাই গর্ভবতী মায়েরা গ্রামের কু-চিকিৎসার পরিবর্তে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সমুখী হয়েছেন। উন্নত চিকিৎসা সেবা ও পরামর্শ নিয়ে মা ও নবজাতক হাসিমুখে বাড়ি ফিরে যাচ্ছে।
সিনিয়র মিডওয়াইফ মাহমুদা সিদ্দিকা শিউলি বলেন, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লেবার রুমে নানা প্রতিকুল পরিবেশ বিদ্যমান। লেবার রুমে টেবিল, স্পর্ট লাইট, অক্সিজেন মিটার, সাকমান ছাকুনি ও আলতার ব্যবস্থা নেই। প্রয়োজনীয় সামগ্রীসহ গাইনি সার্জন ও শিশু ডাক্তার থাকলে সংশ্লিষ্ট বিভাগে চিকিৎসা ও সেবার মান আরও বাড়বে। মাতৃ ও শিশুর মৃত্যুর হার আরও কমে আসবে।