ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

২০০ যৌনকর্মীর আগমনে রেগে আগুন সাধু-বাবারা!

অন্তর্জাতিক ডেস্কঃ

অযোধ্যায় পবিত্র রাম জন্মভূমিতে পা রেখেছেন ২০০ জন যৌন কর্মী। আর তাতে রেগে আগুন সেখানকার স্থানীয় সাধু বাবারা।

অয্যোধ্যার সাধুবাবারা কয়েকদিন আগে অয্যোধ্যায় রামমন্দির স্থাপনের দাবিতে দলে দলে যোগদান করেন। তাই সেখানে যৌন কর্মীদের আগমনে বেজায় নাখোশ তারা।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ভারতের কথিত আধ্যাত্মিক গুরু মোরারি বাপু যৌনকর্মীদের পবিত্র রামভূমি নামে খ্যাত অয্যোধ্যায় এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। তিনি যৌনকর্মীদের ‘তুলসীদাস ও রামকথা’ শোনানোর আমন্ত্রণ জানান। আর তার ডাকেই সাড়া দেয় তারা।

তবে এতে বেজায় ক্ষেপে গেছেন সেখানকার সাধু বাবারা। তাদের ভাষ্য, এইভাবে রামের জন্মভূমিতে যৌনকর্মীদের আমন্ত্রণে ভুল বার্তা পৌঁছবে। এখানে যৌনকর্মীদের এভাবে ডেকে মোটেই ঠিক করেননি মোরারি বাপু।

অন্যদিকে মোরারি বাপুর ডাকে বেজায় খুশি যৌন কর্মীরা। তারা বলেন, তাদের অনেকেই এই প্রথমবার কোনও ধর্মীয় জমায়েতে অংশ নিচ্ছেন। তাই এই আমন্ত্রণ তাঁদের কাছে সম্মানের।

অন্যদিকে মোরারি বাপু বলছেন, স্বয়ং তুলসীদাস তাঁর রামায়ণে যৌনকর্মীদের কথা বলেছেন। তাদের জীবন সংস্কারের কথা বলেছেন।

চলতি মাসের শুরুতে কামাথিপুরায় মন্দিরে গিয়ে কিছু যৌনকর্মীর সঙ্গে কথা বলেছিলেন মোরারি বাপু। সেখানে তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন বলে জানান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০০ যৌনকর্মীর আগমনে রেগে আগুন সাধু-বাবারা!

আপডেট সময় ০৯:৩৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮
অন্তর্জাতিক ডেস্কঃ

অযোধ্যায় পবিত্র রাম জন্মভূমিতে পা রেখেছেন ২০০ জন যৌন কর্মী। আর তাতে রেগে আগুন সেখানকার স্থানীয় সাধু বাবারা।

অয্যোধ্যার সাধুবাবারা কয়েকদিন আগে অয্যোধ্যায় রামমন্দির স্থাপনের দাবিতে দলে দলে যোগদান করেন। তাই সেখানে যৌন কর্মীদের আগমনে বেজায় নাখোশ তারা।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ভারতের কথিত আধ্যাত্মিক গুরু মোরারি বাপু যৌনকর্মীদের পবিত্র রামভূমি নামে খ্যাত অয্যোধ্যায় এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। তিনি যৌনকর্মীদের ‘তুলসীদাস ও রামকথা’ শোনানোর আমন্ত্রণ জানান। আর তার ডাকেই সাড়া দেয় তারা।

তবে এতে বেজায় ক্ষেপে গেছেন সেখানকার সাধু বাবারা। তাদের ভাষ্য, এইভাবে রামের জন্মভূমিতে যৌনকর্মীদের আমন্ত্রণে ভুল বার্তা পৌঁছবে। এখানে যৌনকর্মীদের এভাবে ডেকে মোটেই ঠিক করেননি মোরারি বাপু।

অন্যদিকে মোরারি বাপুর ডাকে বেজায় খুশি যৌন কর্মীরা। তারা বলেন, তাদের অনেকেই এই প্রথমবার কোনও ধর্মীয় জমায়েতে অংশ নিচ্ছেন। তাই এই আমন্ত্রণ তাঁদের কাছে সম্মানের।

অন্যদিকে মোরারি বাপু বলছেন, স্বয়ং তুলসীদাস তাঁর রামায়ণে যৌনকর্মীদের কথা বলেছেন। তাদের জীবন সংস্কারের কথা বলেছেন।

চলতি মাসের শুরুতে কামাথিপুরায় মন্দিরে গিয়ে কিছু যৌনকর্মীর সঙ্গে কথা বলেছিলেন মোরারি বাপু। সেখানে তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন বলে জানান।