মো.তপন সরকার, হোমনা( কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা-২ আসনে (হোমনা-তিতাস) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিমা আহমাদ মেরী’র নির্বাচনী প্রচারণায় বোমা হামলার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার সময় একটি পথ সভা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ প্রার্থী সেলিমা আহমাদ মেরী বলেন, একটি পথ সভায় যাওয়ার পথে বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি। আল্লাহর রহমতে অল্পের জন্য তারা বেঁচে গেছি ।তিনি অভিযোগ করে বলেন, এ এলাকায় অনেক জামায়াত-শিবির রয়েছে। বিভিন্ন স্থানে তারা লুকিয়ে আছে। তারাই এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তিতাস থানার ওসি সৈয়দ মো. এহসানুল ইসলাম বলেন, সেলিমা আহমাদ একটি পথসভায় যাওয়ার পথে দড়িকান্দি ব্রিজের উত্তর দিকের রাস্তায় পৌছালে সেখানে বোমার বিস্ফোরণ ঘটে।
এ ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা অনুসন্ধান ও তদন্ত শুরু করছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।