মো: নাজিম উদ্দিনঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিয়াম ফাউন্ডেশন কতৃক অনুমোদিত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার নগরপাড়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে ফলাফল ঘোষনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়রে অধ্যক্ষ মো: নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক নাজমুল করিম মুবিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের সহ-সভাপতি ও সহকারি কমিশনার (ভূমি) রায়হান মেহেবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজের ভাইস প্রিন্সিপাল নুরুল হক, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজ উদ্দিন, ডা: ফারুখ আজম, প্রভাষক ইব্রাহীম খলিল, অভিভাবক জহিরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রভাষক ফাতেমা বেগম, সেলিনা বেগম, সাবিত্রী রানী সাহা, আবদুল খালেক, মরিয়ম আক্তার, সাহিদা আক্তার, সাব্বির রহমান, শিখা রানী পাল, রিনা দেবনাথ, নাজমুন্নাহার লুৎফা, মৌসুমি আক্তার, ইয়ানুর আক্তার, বাধন দেব প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফলাফল প্রকাশের পর সকল ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।