খেলাধূলা ডেস্কঃ
দুই উইকেটে ২১৫ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল ভারত। ধীরে চলা ম্যাচে ভারত দ্বিতীয় দিনে সাত উইকেটে ৪৪৩ রান করে তাদের প্রথম ইনিংস ঘোষণা কর। পরে ব্যাট হাতে নেমে দিনশেষে বিনা উইকেটে ৮ রান নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া।
বুধবার ম্যাচের প্রথম দিনে চেতেশ্বর পূজারা ৬৮ ও কোহলি ৪৭ রানে অপরাজিত ছিলেন। সেখান থেকেই এ দুজন আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। কোহলি ৮২ রানে আউট হলেও পূজারা সেঞ্চুরি করতে সক্ষম হন। ৩১৯ বল থেকে ১০টি চারের মারে ১০৬ রান করেন পূজারা।
ভারতের পক্ষে মায়াঙ্কা আগারওয়াল ৭৬ রান করেছিলেন। এছাড়া রোহিত শর্মা ৬৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন। অসি বোলারদের মধ্যে প্যাট কামিন্স তিনটি এবং মিচেল স্টার্ক দুটি করে উইকেট নেন।