তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
রোজ সোমবার, ২৮ সেপ্টম্বর ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম)ঃ
কুমিল্লার হোমনা উপজেলায় প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে স্থানীয় শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমান মোল্লা।
মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন অধিদপ্তর, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, এনজিও এবং ব্যাংক সমূহ মোট ১০ টি স্টল অংশগ্রহণ করেন। একটি বর্নাঢ্য শোভা যাত্রা উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, সেক্রেটারী একেএম ছিদ্দিকরি রহমান আবুল ,সহকারী কমিশনার (ভূমি) সাদিকুর রহমান খাঁন, হোমনা থানা অফিসার ইনচার্জ মো: আবুল ফয়সল,্ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন, ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা প্রমুখ।