জাতীয় ডেস্কঃ
রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার বেশি সময় চেষ্টা করে শুক্রবার বিকাল ৫টা ৩৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে জামান টাওয়ারের ৮ম তলা থেকে ধোয়া বের হতে দেখতে পান তারা। পরে এটি আরো ব্যাপক আকার ধারণ করে। শুক্রবার হওয়ায় ওই ভবনের অফিসগুলো বন্ধ ছিল। যারা ছিলেন তারা আগুন লাগলে ভবনের বাইরে চলে যান।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত অপারেটর জিয়াউর রহমান জানান, ওই ভবনের ন্যাশনাল ক্রেডিট রেটিং কোম্পানির কার্যালয়ে এ আগুনের সূত্রপাত। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কেউ হতাহত হননি।
এদিকে একই ভবনের তিন তলায় জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়। সেখানে বিকাল ৩টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিলো। কিন্তু আগান লাগার কারণে নেতাকর্মীরা বাইরে বের হয়ে যান। এছাড়া সংবাদমাধ্যম সারাবাংলা ডটকমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস আছে সেখানে।