তথ্যপ্রযোক্তি ডেস্কঃ
মোবাইলে ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা নির্ধারিত সময়ের আগেই চালু হয়েছে। নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর রবিবার সন্ধ্যার দিকে দ্রুত গতির এই ইন্টারনেট সেবা উন্মুক্ত করে দিয়েছে অপারেটররা।
এর আগে শনিবার দুপুরে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার রাত ১২টা পর্যন্ত এই নেটওয়ার্ক বন্ধ থাকার কথা ছিল। তবে রবিবারই থ্রিজি ও ফোরজি ইন্টারনেট চালু করার নির্দেশ দেয় বিটিআরসি।
বিটিআরসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ও গুজব প্রতিরোধে সরকারের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
আসন্ন সংসদ নির্বাচনের ভোটের আগে অপপ্রচার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনকে ইন্টারনেটের গতি কমানোর প্রস্তাবনা দেয় পুলিশের গোয়েন্দা বিভাগ।