মো: মাসুম মুন্সী, স্টাফ রির্পোটারঃ
রোজ মঙ্গলবার, ২৯ সেপ্টম্বর ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লায় তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে হাসান (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া ওই সংঘর্ষে দুই গ্রামের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছালেহপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত হাসান উপজেলার ছালেহপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ছালেহপুর এলাকার এক যুবক মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী টঙ্গীরপাড় গ্রামের এক কিশোর আহত হয়। এই নিয়ে ওই দুই গ্রামের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতন্ডা শুরু হয়। পরে রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ভোর থেকে দুই গ্রামের লোকজন লাঠি-সোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাস্থলে ছালেহপুর গ্রামের হাসান নিহত হন।
প্রায় ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে উভয় গ্রামের অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের লাকসাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, সংঘর্ষে একজন নিহত হওয়ার পর ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রাখা হয়েছে।