কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম (২২) নামের এক মাদকব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে আদর্শ সদর উপজেলার মনাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৩ পুলিশ আহত হয়েছে।
তিনি আরও জানান, পুলিশের তালিকাভুক্ত মাদকব্যবসায়ী ও সন্ত্রাসী সাইফুল তার সহযোগীরা মনাগ্রাম এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ মনাগ্রাম এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুলের সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে সাইফুল গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়ার পর রাত ১২টার দিকে ডাক্তার মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে অংশ নেয়া কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, সাইফুল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় ৫টি মামলা রয়েছে। আহত পুলিশ সদস্যদের কুমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।