আক্তার হোসেন (রবিন)ঃ
দেবিদ্বার পৌর এলাকাধীন ফতেহাবাদ গ্রামে ঝাঁক জমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মাতৃছায়া মডেল স্কুল এর উদ্ভোধন অনুষ্ঠিত হয়। উদ্ভোধন ঘোষণা করেন ফতেহাবাদ গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক নাইমুল ইসলাম আখন্দ সুমন। অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা আক্তারুজ্জামান জামাল মুহুরী, সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকের উপস্থিতিতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মোনাজাত ও বই উৎসবের মধ্যে দিয়ে মাতৃছায়া মডেল স্কুলের উদ্ভোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেহাবাদ গ্রামের কৃত সন্তান বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক নাইমুল ইসলাম আখন্দ সুমন, বিশেষ অতিথি দেবিদ্বার পৌর সহায়তার কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল কাশেম কমিশনার, দেবিদ্বার ৩নং ফতেহাবাদ ওয়ার্ড আওয়ামীলিগের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, দেবিদ্বার প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন (রবিন), মাতৃছায়া মডেল স্কুলের পরিচালক জনাব মো: নান্নু মিয়া সরকার- প্রধান শিক্ষক মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়, জালাল হোসেন কাজল, মো: ইয়াসিন আরাফাত রুবেল, মো: জহিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শুভাকাক্সক্ষী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র- ছাত্রী ও অভিভাবকবৃন্দ। উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ঘোষণার মাধ্যমে বই উৎসবের মধ্যে দিয়ে মাহেন্দ্রক্ষণটি উদযাপন করেন এবং নতুন শিক্ষালয়ের দ্বার উন্মোচন করেন।
প্রধান অতিথির বক্তব্যে নাইমুল ইসলাম আখন্দ সুমন বলেন, জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার দৃপ্ত প্রত্যয়ে আমরা এ প্রতিষ্ঠানটি উন্মোচন করেছি। আমাদের লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে একটি নতুন বাংলাদেশ গড়তে সু-শিক্ষিত জাতি গঠন করা।