জাতীয় ডেস্কঃ
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আল মিলারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির তিন নেতা। শুক্রবার সকাল ১০টার দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠক শুরু হয়েছে।
বিএনপির প্রতিনিধি দলে অপর দুইজন হচ্ছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। তবে নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছে ধানের শীষের প্রার্থীরা। এ অভিযোগে জাতীয় ঐক্যফ্রান্টের বিজয়ী প্রার্থীরা শপথগ্রহণ করেননি।
গতকাল নির্বাচন বাতিল করে পুন:নির্বাচনের দাবিতে ইলেকশন কমিশনে স্মারকলিপিও দিয়েছে।
এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম গতকাল জানিয়েছেন, ‘নির্বাচনের নামে নিষ্ঠুর প্রতারণা ও প্রহসন করা হয়েছে। একারণে ঐক্যফ্রন্ট ফল প্রত্যাখ্যান করে পুন:নির্বাচনের দাবি জানাচ্ছে। জাতিসংঘের তত্ত্বাবধানে সুষ্ঠ ভোটের দাবি জানাবেন তারা।’