মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার নিয়ে বিজয়ী হওয়ার পর নতুন মন্ত্রিসভায় কারা ঠাঁই পাচ্ছেন এ নিয়ে ইতোমধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে। সারা দেশের মতোই কুমিল্লা থেকে মহাজোটের ১১ হেভিওয়েট প্রার্থী বিজয়ী হওয়ার পর এ থেকে এবার মন্ত্রিসভায় কারা সুযোগ পাচ্ছেন এ নিয়ে আলোচনার শেষ নেই। এই আলোচনার শীর্ষে রয়েছেন পুরাতন মন্ত্রীসহ নতুন কয়েক জনের নাম। তার মধ্যে রয়েছে কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনে এই সর্বপ্রথম আওয়ামী লীগ মনোনীত নব নির্বাচিত সংসদ সদস্য নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান ও (সিআইপি) সেলিমা আহমাদ মেরী। এদিকে দুই উপজেলা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিভিন্ন চায়ের দোকানে, আলোচনা সভাসহ এমনকি সামাজিক মাধ্যম পেইজবুকে সেলিমা আহমাদ মেরী কে মন্ত্রীর আসনে দেখার দাবি করে আসছেন ।
এদিকে মেরী’র মন্ত্রীত্ব বিষয়ে জানতে চাইলে দুই উপজেলার জনগণের সাথে কথা বলে জানাগেছে, স্বাধীনতার পর এই সর্বপ্রথম আওয়ামী লীগ মনোনীত নারী প্রার্থী সেলিমা আহমাদ (মেরী) কুমিল্লা-২ থেকে এমপি নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয় তিনি একজন সিআইপি, নারী উদ্যোক্তাসহ অসংখ্য গুনাগুনের অধিকারী। সার্বিক বিবেচনা করলে সেই ক্ষেত্রে মেরী মন্ত্রীত্ব পেতে পারেন।
এদিকে মেরীর মন্ত্রীত্ব বিষয়ে জানতে চাইলে দু’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ টি ইউনিয়ন চেয়ারম্যানগণ বলেন, তিনি মন্ত্রীত্ব পেলে দলের সাংগঠনিক কাঠামো ধরে রাখার পাশাপাশি উন্নয়নে ভুমিকা রাখতে পারবেন।এদিকে আওয়ামীলীগের মাঠ পযার্য়ের নেতা-কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দাবী মন্ত্রীত্বের আসনে বসানোর জন্য জোর দাবী জানাই। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম আমাদের এই আশাটি পুরুন করবেন।