মো: মোশাররফ হোসেন মনিরঃ
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের নির্বাচন-পরবর্তী কালীন সময়ে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মুরাদনগর উপজেলার কবি নজরুল মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানা।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রায়হান মেহেবুবের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম, বাঙ্গরা বাজার থানার (ওসি) মিজানুর রহমান, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাহিদ আহম্মদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আহম্মদ হোসেন আউয়াল, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পূজা উদ্জাপন কমিটির সভাপতি পার্থ সারথী দত্ত, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, উপজেলা আ’লীগের সংাগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাসেম, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন আ’লীগের সভাপতি জীবন মিয়া, ইউপি চেয়ারম্যান বন কুমার শিব, সফিকুল ইসলাম, জাকির হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুস ছামাদ মাঝি, শাহজাহান বিএসসি, ওমর ফারুক, কাইয়ুম ভূইয়া, রুহুল আমিন, এডভোকের আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আজিজুর রহমান রনি, উপজেলা পূজা উদ্জাপন কমিটির সাধারন সম্পাদক শংকর রায় প্রমূখ।
মতবিনিময় সভার প্রথমেই বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় সকলে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।