তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
ওয়াই-ফাই ব্যবহারকারীদের জন্য এ লেখায় আলোচনা করা হবে কীভাবে নিরাপদে এই প্রযুক্তি ব্যবহার করা হয় তা নিয়ে। বিশেষ করে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে বিভিন্ন ফিচারের মধ্যে উল্লেখ্যযোগ্য একটি ফিচার হলো ওয়াই-ফাই সেন্স। এটির মাধ্যমে ফেইসবুক ও আউটলুক থাকা ব্যবহারকারীরা পাসওয়ার্ড ছাড়াই সরাসরি শেয়ার করা ওয়াই-ফাই ব্যবহার করতে পারে।
যদি হ্যাকাররা এমন সুযোগ পেয়ে বসে তাহলে তো কথাই নেই। চাইলে আপনি ওয়াই-ফাইয়ের নিরাপত্তা বাড়িয়ে নিতে পারেন।
এজন্য আপনাকে ‘Settings’-এ প্রবেশ করতে হবে। এরপর এখান থেকে Network & Internet-এ গিয়ে ওয়াই-ফাই অপশনটিতে ক্লিক করে Manage Wi-Fi settings-এ ক্লিক করতে হবে। তাহলে নতুন একটি উইন্ডো চালু হবে, যেখান থেকে আউটলুক, ফেসবুক, স্কাইপ কন্টাক্টগুলো আনচেক করে দিতে হবে। তাহলে হটস্পটে ওয়াই-ফাই শেয়ারিং থাকলে তা কেউ আর ব্যবহার করতে পারবে না।