ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এস এস মিউজিক ক্লাবে আসছে ‘বায়না মন’

বিনোদন ডেস্কঃ

সিনেমার পাশাপাশি ভালো গান পেলেই ভিডিওর মডেল হন চিত্রনায়ক আসিফ ইমরোজ। এর আগে অনেকের সঙ্গে পর্দা ভাগ করলেও এবারই প্রথম মডেল ও অভিনেত্রী রাহা তানহা খানের সঙ্গে জুটি বেঁধে গানের মডেল হলেন তিনি।

সম্প্রতি তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী আর জয় ও নুসরাতের কণ্ঠে ‘বায়না মন’ শিরোনামের একটি গানের মডেল হয়েছেন তারা। বিলিয়ান বিপুর কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন কলকাতার অধ্যায়ন ধারা। ভিডিও পরিচালনা করেছেন ওসমান মিরাজ।

এস এস মিউজিক ক্লাব ইউটিউব চ্যানেলে ১০ই জানুয়ারি সন্ধ্যায় ‘বায়না মন’ গানটি প্রকাশ পাবে। গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান ও বেলাল।

গানটি প্রসঙ্গে আসিফ ইমরোজ বলেন, পরিচালক ওসমান মিরাজের নির্দেশনায় দারুণ একটি কাজ করে আসলাম। গান ও ভিডিও দর্শকদের অনেক পছন্দ হবে।

নির্মাতা ওসমান মিরাজ বলেন, আমি চেষ্টা করেছি ভালোভাবে ‘বায়না মন’ গানটির ভিডিওটি নির্মাণ করতে। কাজটি নিয়ে আশাবাদী

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

এস এস মিউজিক ক্লাবে আসছে ‘বায়না মন’

আপডেট সময় ০২:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ জানুয়ারী ২০১৯
বিনোদন ডেস্কঃ

সিনেমার পাশাপাশি ভালো গান পেলেই ভিডিওর মডেল হন চিত্রনায়ক আসিফ ইমরোজ। এর আগে অনেকের সঙ্গে পর্দা ভাগ করলেও এবারই প্রথম মডেল ও অভিনেত্রী রাহা তানহা খানের সঙ্গে জুটি বেঁধে গানের মডেল হলেন তিনি।

সম্প্রতি তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী আর জয় ও নুসরাতের কণ্ঠে ‘বায়না মন’ শিরোনামের একটি গানের মডেল হয়েছেন তারা। বিলিয়ান বিপুর কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন কলকাতার অধ্যায়ন ধারা। ভিডিও পরিচালনা করেছেন ওসমান মিরাজ।

এস এস মিউজিক ক্লাব ইউটিউব চ্যানেলে ১০ই জানুয়ারি সন্ধ্যায় ‘বায়না মন’ গানটি প্রকাশ পাবে। গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান ও বেলাল।

গানটি প্রসঙ্গে আসিফ ইমরোজ বলেন, পরিচালক ওসমান মিরাজের নির্দেশনায় দারুণ একটি কাজ করে আসলাম। গান ও ভিডিও দর্শকদের অনেক পছন্দ হবে।

নির্মাতা ওসমান মিরাজ বলেন, আমি চেষ্টা করেছি ভালোভাবে ‘বায়না মন’ গানটির ভিডিওটি নির্মাণ করতে। কাজটি নিয়ে আশাবাদী