ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঠোঁট সাজাতেই ৪ কোটি টাকা!

লাইফস্টাইল ডেস্কঃ

প্রায় সব নারীরাই তাদের বাহারি লিপস্টিকের মাধ্যমে তাদের ঠোঁটের সৌন্দর্যবর্ধন করে থাকেন। তাই লিপস্টিক দিয়েই শুধু ঠোটকে সাজান।

তবে সম্প্রতি এমন এক ওষ্ঠ-সজ্জার খবর উঠে এসেছে, যা তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। অস্ট্রেলিয়ার বিখ্যাত জহুরি সংস্থা রোসেনডর্ফ ডায়ামন্ডস তাদের ৫০তম বর্ষে এমন এক লিপ আর্ট পেশ করেছে যা ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল।

১২৬টি হীরা দিয়ে সজ্জিত এই ওষ্ঠ-সজ্জার পিছনে খরচ হয়েছে ৫৪০,৮৫৮.৫৯ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় ৪ কোটি। এতে ব্যবহৃত হয়েছে ২২.৯২ ক্যারাট ওজনের হীরা।

মেকআপ আর্টিস্ট ক্লেয়ার ম্যাক এই হীরাগুলিকে সেট করেন মডেলের ঠোঁটে। প্রথমে ব্ল্যাক ম্যাট লিপস্টিক ও পরে কৃত্রিম আইল্যাশ লাগানোর আঠা দিয়ে ১২৬টি হীরা মডেলের ঠোঁটে সেট করা হয়। পুরো কাজটি করতে সময় লাগে আড়াই ঘণ্টা।

এই চমকে দেওয়া লিপ আর্ট-এর মডেল চার্লি অক্টাভিয়া। বিশ্বের সব থেকে দামি লিপ আর্ট হিসেবে এই প্রকল্পকে স্বীকৃতি দিয়েছে ‘গিনেস বুক অফ রেকর্ডস।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

ঠোঁট সাজাতেই ৪ কোটি টাকা!

আপডেট সময় ০২:৪৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯
লাইফস্টাইল ডেস্কঃ

প্রায় সব নারীরাই তাদের বাহারি লিপস্টিকের মাধ্যমে তাদের ঠোঁটের সৌন্দর্যবর্ধন করে থাকেন। তাই লিপস্টিক দিয়েই শুধু ঠোটকে সাজান।

তবে সম্প্রতি এমন এক ওষ্ঠ-সজ্জার খবর উঠে এসেছে, যা তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। অস্ট্রেলিয়ার বিখ্যাত জহুরি সংস্থা রোসেনডর্ফ ডায়ামন্ডস তাদের ৫০তম বর্ষে এমন এক লিপ আর্ট পেশ করেছে যা ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল।

১২৬টি হীরা দিয়ে সজ্জিত এই ওষ্ঠ-সজ্জার পিছনে খরচ হয়েছে ৫৪০,৮৫৮.৫৯ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় ৪ কোটি। এতে ব্যবহৃত হয়েছে ২২.৯২ ক্যারাট ওজনের হীরা।

মেকআপ আর্টিস্ট ক্লেয়ার ম্যাক এই হীরাগুলিকে সেট করেন মডেলের ঠোঁটে। প্রথমে ব্ল্যাক ম্যাট লিপস্টিক ও পরে কৃত্রিম আইল্যাশ লাগানোর আঠা দিয়ে ১২৬টি হীরা মডেলের ঠোঁটে সেট করা হয়। পুরো কাজটি করতে সময় লাগে আড়াই ঘণ্টা।

এই চমকে দেওয়া লিপ আর্ট-এর মডেল চার্লি অক্টাভিয়া। বিশ্বের সব থেকে দামি লিপ আর্ট হিসেবে এই প্রকল্পকে স্বীকৃতি দিয়েছে ‘গিনেস বুক অফ রেকর্ডস।