বিনোদন ডেস্কঃ
গত কয়েকদিনে বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত হয়ে উঠেছিলেন ভারতীয় নারীদের ‘সাহসিকতার প্রতীক’। প্রখ্যাত অভিনেতা নানা পাটেকারসহ আরও কয়েকজন বলিউড ব্যাক্তিত্বের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে রীতিমত তোলপাড় তুলে দিয়েছিলেন মিডিয়ায়। এরপর তনুশ্রীর দেখানো পথে হেঁটে #মিটু আন্দোলনে সামিল হয়েছিলেন আরও অনেক তারকা। আবার বিদ্রুপেরও স্বীকার হয়েছেন সহকর্মী অভিনেত্রীদের কাছ থেকে। রাখি সাওয়ান্ত তো প্রকাশ্যে বলেই দিয়েছিলেন, ‘তনুশ্রী লেসবিয়ান’।
আমেরিকা যাওয়ার আগে গণমাধ্যমে তনুশ্রী বলেন, ‘জীবনের সবচে লম্বা ছুটি কাটালাম এই ছয় মাসে। সম্পূর্ণ বিপরীতমুখী দুটি জীবন। আমেরিকার আমিকে প্রায় ভুলেই গেছি।’
২০০৮ সালে তনুশ্রী প্রথম সোচ্চার হন নানা পাটেকার, কোরিওগ্রাফার গণেশ আচার্য, প্রযোজক সামি সিদ্দিকি ও পরিচালক রাকেশ সারেংয়ের বিরুদ্ধে। এরপর সিনেমা ছেড়ে পাড়ি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। আর কখনও মিডিয়ার কাজ করার ইচ্ছেও নেই বলে জানিয়েছেন তিনি। ২০০৫ সালে অভিনেতা ইমরান হাশমির সঙ্গে আশিক বানায়া আপনে সিনেমার মাধ্যমে বলিউডে প্রথম লাইম লাইটে আসেন দক্ষিণি এই অভিনেত্রী। ছবিটি ভালো ব্যবসা করে। ‘আশিক বানায়া’ শিরোনামের গানটি ব্যাপক হিট হয়। এরপর অবশ্য বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। সেগুলো ততটা ব্যবসা সফল হয়নি।