কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় অস্ত্রসহ সুরুজ মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার জেলার চৌদ্দগ্রামের গাছবাড়িয়া গ্রাম থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুরুজ মিয়া ওই গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।
র্যাব-১১ সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শেখ বিল্লাল জানান, বুধবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার গাছবাড়িয়া সড়কে র্যাবের উপস্থিতি দেখে দ্রুত পালানোর চেষ্টা করছিল এক ব্যক্তি। র্যাবের সদস্যরা তাকে আটক করে দেহ তল্লাশি করে। এসময় গুলি ভর্তি ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।