মো.আবু রায়হান চৌধুরীঃ
কুমিল্লার হোমনা পৌরসভার পরিছন্ন জায়গা-জমি দখল করে অপরিছন্ন,ময়লা-আবর্জনা ও নরদমায় ভরে রাখা ও গ্যাস সংযোগের পাইপ ছিদ্র হয়ে ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি হওয়া স্থান (জায়গা) গুলো পরিদর্শন করে স্থানীয় বাসিন্দা ও ভাড়াটিয়াদের কঠোর হুশিয়ার ও ভবিষ্যতে যেন এধরনের কাজ না করার জন্য হুসিয়ার করে দেন পৌর মেয়র।
মঙ্গলবার হোমনা পৌরসভার ৫নং ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ ও অপরিছন্ন স্থান গুলো পরিদর্শন কালে পৌর মেয়র
এ্যাডভোকেট নজরুল ইসলাম এই ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ও ভাড়াটিয়াদের কঠোর হুশিয়ার থাকার জন্য নির্দেশ দেন। এসময় তিনি গ্যাস সংযোগের পাইপ ছিদ্র হয়ে ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি হওয়ার স্থানটি অতিদ্রুত মেরামত করার জন্য গৌরীপুর গ্যাস সংযোগেদানকারী কোম্পানির ঠিকাদার মন্তাজুর রহমান ও তার লোকদের বলেন।