জাতীয় ডেস্কঃ
খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার কথা বলে ২০ দলীয় জোটের শীর্ষ নেতা এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, সরকারকে আহ্বান করব, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে খালেদা জিয়াকে মুক্তি দিন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সমাবেশে এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশে আয়োজন করে এলডিপি।
অলি আহমদ বলেন, বিএনপিকে বলব ঘরে বসে খালেদা জিয়াকে মুক্ত করতে পারবেন না। এবার রাজপথে নামুন। আমরা ছোট দল, শক্তি জোগাতে পারব না, তবে আন্দোলন-সংগ্রামে পাশে থাকব।
প্রধানমন্ত্রীকে ভুল শুধরে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৩০ ডিসেম্বর যে ভুল করেছেন, তা শুধরাতে একটি সুষ্ঠু নির্বাচন দিন। যে ভোট ডাকাতি হয়েছে তা স্বীকার করে নিন।