বিনোদন ডেস্কঃ
চলতি বছরের যে কোন সময়েই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছে পরিবার। সম্প্রতি এমন খবরই চাউর হয়েছে ঢাকাই মিডিয়ায়। পাত্র হিসেবে কাকে বেছে নিচ্ছেন মিম?
এদিকে একজন গায়কের সঙ্গেও শোনা যাচ্ছে মিমের প্রেমের গুঞ্জন। গুঞ্জনকে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েই এই অভিনেত্রী বলেন, “আমরা তারকারা প্রেম করবো আর মিডিয়া সেটা জানবে না এটাতো অসম্ভব এক ব্যাপার। এই গুঞ্জন তো আজকের নয়। এক বছর বা তারও কিছু বেশি সময় ধরে চলছে। এখনও কি কেউ সুনির্দিষ্ট তথ্য পেয়েছে এ সম্পর্কে! পায় নি। তারমানে এই গুঞ্জনটি সম্পূর্ণ ভিত্তিহীন । আমি কারও সাথে কোনরকম প্রেমের সম্পর্কেই নেই। কাজ নিয়েই ব্যাস্ত। আরও বেশ কয়েকবছর এরকমভাবেই কাজে ডুবে থাকতে চাই”।