আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
রোজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের ন্যায় এবারও কুমিল্লার মুরাদনগরে ১৫৪টি পূজা মন্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মুরাদনগর শাখা সূত্রে জানা যায়, বিগত বছরের নেয় এবার ১৫৪ টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। উপজেলার ২২ টি ইউনিয়নের পূজা মন্ডপে শেষ মুহূর্তে প্রতিমা তৈরীতে মহাব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা নির্মান কারিগররা। মন্ডপে প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। কাদামাটি দিয়ে মনের মাধুরী মিশিয়ে নিখুঁত হাতে তৈরী করেছে প্রতিমা এখন নিখুঁত রং তুলিতে দেবীকে অপরুপ সাজে সাজিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা। এবার পূজা মন্ড গুলোর জন্য ৭৭টন চাল বরাদ্দ করেছে প্রশাসন।
মুরাদনগর উপজেলার নিবার্হী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিন জানান, প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্তা গ্রহন করেছে। উপজেলায় ২টি মোবাইল কোর্ট, প্রতি ইউনিয়নে এক জন করে টেগ অফিসার, প্রতিটি পূজা মন্ডপে আলাদা নিরাপত্তা ব্যাবস্তা, ভিজিল্যান্স টিম, পুলিশ ও আনসার মোতায়েন থাকবে।