মোঃ জুয়েল রানা,তিতাস (কুমিল্লা) থেকেঃ
সারা দেশের ন্যায় কুমিল্লা তিতাস উপজেলায় নকলমুক্ত ও শান্তিপূর্ন পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো ২০১৯ সালের এসএসসি বা সমমানের পরীক্ষা। শনিবার (২ ফেব্রুয়ারী ) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত নির্ধারিত ৩ ঘন্টা ব্যাপী এই সমমানের পরীক্ষার প্রথম দিনটি অনুষ্ঠিত হয়।
এদিকে এসএসসি বা সমমানের পরীক্ষার প্রথমদিনে উপজেলার মোট ৩টি কেন্দ্রে ১৭০২জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৭জন পরীক্ষার্থী। তবে পরীক্ষা থেকে বহিস্কার হওয়ার মত কোন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা চৌধুরী জানান, তিতাস উপজেলায় অংশ গ্রহণ করা এসএসসি বা সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৭০২জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৭জন। এর মধ্যে এসএসসিতে (বাংলা ১ম পত্র পরীক্ষা) অংশ নেয়া ১৩০৫জন পরীক্ষার্থীর মাঝে অনুপস্থিত ৫জন পরীক্ষার্থী। তার মধ্যে ছাত্র-২, ছাত্রী-৩জন। মাদ্রাসা থেকে অংশ নেয়া (কুরআন মজিদ পরীক্ষা) দাখিল ৩৯৭জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১২জন পরীক্ষার্থী। তার মধ্যে ছাত্র-৪, ছাত্রী-৮জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার জানান, খুব শান্তিপূর্ণ ভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বাকী দিনগুলোতেও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আমি আশাকরি এবং সকলের সহযোগী কামনা করি।
উল্লেখ্য, পরীক্ষা আগামী ২৫ ফেব্রুয়ারী ২০১৯ তারিখ পর্যম্ত চলবে।