বিনোদন ডেস্কঃ
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারহিট দুই নায়িকা ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাডুকোন। দুজনেই আবার অভিনেতা ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুরের সাবেক প্রেমিকা। তা সত্ত্বেও কোনো রাগ অভিমান বা প্রতিযোগিতা নেই এই দুই বলিউড সুন্দরী মধ্যে। তারা দুজনে খুব ভালো বন্ধু হিসেবে ইন্ডাস্ট্রিতে সুপরিচিত। যার প্রমাণ মিলল আরো একবার।
সেই ভিডিওতে মোহময়ী ক্যাটরিনার লুকে মেতে ওঠেন তার অনলাইন ভক্তরা। ক্যাটরিনার সেই ভক্তের তালিকায় আছেন দীপিকা পাডুকোন ও বরুণ ধাওয়ানের মতো তারকারা। ভিডিওর নিচে ক্যাটরিনাকে উদ্দেশ্য করে দীপিকার কমেন্টস, ‘এসব কী হচ্ছে! এখনই সব বন্ধ করা উচিত।’
বলিউডের বর্তমান সময়ের শীর্ষ নায়িকা দীপিকার এই কমেন্টস প্রথম দর্শনে অনেকের কাছে নেতিবাচক মনে হতে পারে। তাদেরকে বোঝানোর জন্য দীপিকা তার কমেন্টের পর ‘লাভ-আইড স্মাইলি’ইমো জুড়ে দেন। বুঝিয়ে দেন, বন্ধু ক্যাটরিনার সৌন্দর্যে অন্যদের মতো তিনিও মুগ্ধ।
গত বছরের নভেম্বরে বিয়ে করেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। সেই বিয়েতে বিশেষ অতিথি হিসেবে নিমন্ত্রিত ছিলেন ক্যাটরিনা। এই বিয়ে নিয়ে ক্যাটরিনা যে কতটা উত্তেজিত ছিলেন, সেটা করণ জোহারের সেলিব্রেটি টকশো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়ে জানিয়েছিলেন নায়িকা।