মো: আবু রায়হান চৌধুরী, হোমনা (কুমিল্লা) থেকেঃ
কুমিল্লার হোমনায় বাস ষ্ট্যান্ডের কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষের কমিটি বিদ্যমান থাকতে আরেক পক্ষ নতুন কমিটি এনে বাস ষ্ট্যান্ড দখলের চেষ্টা করায় এ উত্তেজনা বিরাজ করছে।
রবিবার সকালে এ উত্তেজনা বিরাজ করে। পুলিশের এস আই সফি উদ্দিন সোহেলের নেতৃত্বে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে দু’পক্ষই তাদের কমিটিকে বৈধ কমিটি দাবী করে বাস ষ্ট্যান্ড দখল করে জিপি (চাঁদা) উত্তোলন করতে অনড় অবস্থানে রয়েছে।
জানা গেছে, হোমনা-গৌরীপুর-ঢাকা মিনিবাস মালিক সমিতির নামে হোমনা বাসষ্ট্যান্ডে পার্কিং করা প্রতি গাড়ী থেকে ৬৩০ টাকা হারে জিপি (চাঁদা) আদায় করে আসছে। এ কমিটির সভাপতি হোমনা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল এবং সাধারণ সম্পাদক দাউদকান্দি উপজেলার মো.মনির হোসেন ভূইয়া।
অপর পক্ষে একই সমিতির নামে নতুন কমিটির লোকজন সকালে বাস ষ্ট্যান্ড থেকে জিপি (চাঁদা) উত্তোলন করতে গেলে পূর্বেও কমিটির লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও উত্তেজনা বিরাজ করে। জানাগেছে, নতুন কমিটির সভাপতি মো.জহিরুল ইসলাম উজ্জল ও সাধারণ সম্পাদক মো.মনির হোসেন ভূইয়া।
নতুন কমিটির সভাপতি মো.জহিরুল ইসলাম উজ্জল ভোরের পাতা প্রতিনিধিকে বলেন, পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বাস থেকে নির্ধারিত জিপি (৬০০) টাকা করে আদায় করতে গেলে পূর্বে কমিটির লোকজন এতে বাধা দেয়।
পূর্বের কমিটির সুপার ভাইজার মো. মোমিন জানান ৩০ জানুয়ারী কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ২৯ জানুয়ারীতেই পুনরায় পূর্বের কমিটিকে নতুন করে অনুমোদন দিয়েছে। আমাদের কমিটিই বৈধ কমিটি। আমরা জিপি উত্তোলন করতেছি। বাস মালিকরা আমাদের কমিটির পক্ষে রয়েছে। কিন্তু জহিরুল ইসলাম উজ্জল তার বাড়ি হোমনা সদরে হওয়ায় লোকজন দিয়ে এতে বাধা সৃষ্টি করছে। আমি বিষয়টি থানায় জানিয়েছি।
এব্যাপারে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো.ফজলে রাব্বী ভোরের পাতাকে বলেন, হোমনা-গৌরীপুর-ঢাকা মিনিবাস মালিক সমিতির নামে দুইটি কমিটির লোকজনের মধ্যে জিপি (চাঁদা) উত্তোলন নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। পরে পুলিশ গিয়ে উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করেছে। এমপি মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে উভয় পক্ষের সাথে বসে এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।