মুরাদনগর বার্তা ডেস্কঃ
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিনকে ছেড়ে কুসিক মেয়র মহানগর বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর গ্রুপে যোগদান করেছে প্রায় পাঁচ শতাধিক মহানগর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মী।
সোমবার (৪ ফ্রেরুয়ারী) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের বিএনপি দলীয় কার্যালয়ে মেয়র সাক্কুর হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন নেতাকর্মীরা। ।
এ সময় মেয়র সাক্কুর ভাই এড.কাইমুল হক রিংকু, মহানগর বিএনপি নেতা আব্দুর রউফ চৌধুরী ফারুক, মহানগর বিএনপি নেতা আবুল হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।
যোগদান করা নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, মহানগর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ সভাপতি মনির হোসেন, কোতয়ালী থানা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম রনি ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শিবলু, ছাত্রদল নেতা হিরা, ছাত্রদল আক্তার প্রমুখ।
কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, কমপক্ষে ৫ শত নেতাকর্মী আমাদের সোথে একাত্বতা প্রকশাশ করেছে।