মুরাদনগর বার্তা ডেস্কঃ
কুমিল্লা নগরীর হাউজিং স্টেটে স্বামী-স্ত্রীর দুই পরিবারের সংঘর্ষে চাপতির কোঁপে নিহত হলেন প্রতিবেশি এজাদ মিয়া (৩০) ।
সোমবার (৪ ফ্রেবুয়ারী) সন্ধ্যায় হাউজিং এস্টেটের ৩ নং সেকশনের বকশি মসজিদের সামনের সড়কে এ হত্যাকান্ডের ঘটনা ঘটনা।
জানা যায়, একই এলাকার দুলাল মিয়ার সাথে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রী মুন্নীর ঝগড়া হয়। ঝগড়ার পর মুন্নী তার বাড়িতে চলে যায়।
পরে দুলাল মিয়া লোকবল নিয়ে মুন্নীর বাড়িতে আসে মুন্নীকে জোর করে নিয়ে যাওয়ার জন্য। এ সময় পাশের বাড়ির এজাদ মিয়া স্বামীর বাড়ির লোকদের কাছ থেকে মুন্নীকে ছাড়িয়ে নিতে আসলে চাপাতির কোপে এজাদ গুরুতর আহত হয়।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের মা রানু বেগম জানান, মুন্নীকে জোর করে তুলে নিতে চাইলে আমার ছেলেসহ এলাকার লোকজন তাতে বাধাঁ দেয়। তখন ছাত্রলীগ নেতা পলাশ ও আকাশ চাপাতি দিয়ে কুপিয়ে আমার ছেলেকে হত্যা করে।
কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, স্বামী-স্ত্রীর পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ চলাকালে প্রতিবেশি এজাদকে কুপিয়ে আহত করা হয়। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে তদন্ত হচ্ছে।