জাতীয় ডেস্কঃ
১০ মার্চের পর দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলায় ১৮ মার্চ ভোট নেবে নির্বাচন কমিশন। পাঁচটি বিভাগের ১৭টি জেলায় হবে এই ভোট।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। এর আগে ১০ মার্চ ৮৭টি উপজেলায় ভোটের সিদ্ধান্ত জানিয়ে তফসিল দেওয়া হয়েছিল।
ইসি সচিব জানান, দ্বিতীয় ধাপে ভোটে অংশ নিতে হলে মনোনয়পত্র দাখিল করতে হবে ১৮ ফেব্রুয়ারির মধ্যে। রিটার্নিং কর্মকর্তা তা যাচাই বাছাই করবেন ২০ ফেব্রুয়ারি। প্রর্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি।
এই ধাপে ইভিএম ব্যবহার করা হবে কি না- জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘ইভিএমের জন্য নীতিমালা করে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে ভেটিং হয়ে আসলে কমিশন সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না।’