মো: নাজিম উদ্দিনঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার কুখ্যাত ত্রাস লেডী ও মাদক স¤্রাজ্ঞী রোকসানা বেগম রুবি (৪৭)কে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার কড়ইবাড়ী গ্রামে তার নিজ বাড়ী থেকে ৫৩পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক স¤্রাজ্ঞী কড়ইবাড়ী গ্রামের হাবীবুরর রহমান ওরফে জুয়েলের স্ত্রী। পুলিশ জানায় তার বিরুদ্ধে মুরাদনগর থানায় ৯টি, বাঙ্গরা বাজার থানায় ৯টি, নবীনগর থানায় ২াট ও ময়মনসিংহের ত্রিশাল থানায় ১টিসহ মোট ২১টি মামলা রয়েছে।
জানা যায়, মাদক স¤্রাজ্ঞী রুবি তার বাড়ীতে ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে এসআই নুরুল আলম, জিএম ফখরুল ইসলামসহ একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫৩পিচ এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করেন।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান বলেন, মাদক একটি দেশের যুব সমাজকে ধ্বংস করে, তাই মাদকের বিরুদ্ধে প্রশাসন সর্বোচ্চ সোচ্চার রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে অভিযান অব্যাহত আছে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আরো একটি মামলা দায়ের করে আসামীকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।