অন্তর্জাতিক ডেস্কঃ
ব্রাজিলের একটি ফুটবল ক্লাবে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোর পাঁচটা নাগাদ ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় ফুটবল ক্লাব ফ্লেমিঙ্গো ফ্রাইডেতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর বিবিসি’র
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, রিওডি জেনিরোর ভারগেম গ্র্যান্ডে ডিস্ট্রিক্টের ফ্লেমিঙ্গো ক্লাবের অনুশীলন কেন্দ্রের ডরমেটরিতে আগুন লাগে। সেসময় সেখানে কিশোর ফুটবলাররা ঘুমাচ্ছিলেন। সবার বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। প্রায় দুই মাস আগে উদ্বোধন হওয়া অনুশীলন কেন্দ্রের ভেতরেই ফুটবলারদের থাকার ব্যবস্থা করা হয়েছিল।
হতাহতরা সবাই কিশোর ফুটবলার বলে প্রাথমিক তদন্তে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার কারণ জানা যায়নি। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
গত বছরই ৫ দশমিক ৫ মিলিয়ন ইউরো খরচ করে ওই অনুশীলন কেন্দ্র তৈরি করেছিল ফ্লেমিঙ্গো। এই ক্লাবেই খেলেছিলেন জিকো, লিওনার্দো, জুনিয়রের মতো সেরা ফুটবলাররা।