মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) থেকেঃ
কুমিল্লার তিতাসে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিতাস-হোমনা আসনের এমপি সিআইপ সেলিমা আহমদ মেরী। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেলিমা আহমাদ মেরীর পোস্টার লাগাতে গিয়ে নিহত রাসেলের পরিবারকে ৫০ লক্ষ টাকার অনুদান ঘোষনা করেন তিনি। তিনি বলেন, টাকা দিয়ে তো আর মানুষ ফিরিয়ে দেয়া যাবে না, তবুও পরিবারটি বাঁচার একটি পথ খুজে পাবে। শেখ হাসিনা যেমন তাঁর কর্মীদের মূল্যায়ন করেন, তেমনি আমিও আমার প্রতিটি কর্মীকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিন আকালিয়া সিকদার বাড়ি মাঠে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় নেতৃবৃন্দের সঙ্গে উন্নয়ন মূলক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা প্রদান করেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সিআইপি সেলিমা আহমাদ মেরী। তিতাস উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও কড়িকান্দি সদর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূঁইয়া’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মো. মজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবী।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের এাণ ও দুর্যোগ সম্পাদক দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আলম শান্তি, কোষাধ্যক্ষ ও জিয়ারকান্দি ইউনিয়ন চেয়ারম্যান হাজী আলী আশ্রাফ, ধর্ম বিষয়ক সম্পাদক মো.মোস্তফা কামাল মোল্লা, সহ প্রচার সম্পাদক মো.মোবারক হোসেন, সদস্য গাজী মো.সিরাজুল ইসলাম,কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আতিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো.ওমর ফারুক, সাতানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান সামসুল হক সরকার, জগতপুর ইউনিয়ন চেয়ারম্যান মো.মজিবর রহমান, কলাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মো.হাবিবুল্লাহ বাহার, সাধারণ সম্পাদক মো.গিয়াস উদ্দিন, ভিটিকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মো.আবুল হোসেন মোল্লা, নারান্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. সালাহ উদ্দিন সরকার, কড়িকান্দি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু ইউসুফ চিসতী,সাধারণ সম্পাদক মো. ছাইদুর রহমান ভূঁইয়া, জগতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী কাইয়ূম, বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.স্বপন সরকার, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এইচ এম একলাছ,নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.আরিফুজ্জামান খোকা, জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল সরকার,মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ ভূঁইয়া, উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ লালন সিকদার,মো.মুকবুল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রলয়, মেহরাব হাসান সিকদার সায়মন প্রমুখ।
উল্লেখ্য গত ২৫ ডিসেম্বর কড়িকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মামা ছাইদুর রহমানের অনুরোধে কড়িকান্দি বাজারে নৌকার পোস্টার লাগাতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎ স্পষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পরে আরিফ। পরে তিতাস উপজেলা হাসপাতালে নিলে হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১ সপ্তাহ চিকিৎসা শেষে ৩১ ডিসেম্বর রাত ১০টায় জীবন যুদ্ধে হেরে যায় এই বালক।