বিনোদন ডেস্কঃ
বলিউড দাপিয়ে বেড়ানোর পর, এখন তামিল, মালয়ালাম, পাঞ্জাবি দুনিয়ার দিকে ঝুঁকেছেন সানি লিওন। ইতোমধ্যে এই লাস্যময়ী অভিনেত্রী পাঞ্জাবি একটি গানের ভিডিওতে অভিনয় করেছেন।
‘হলিউড ওয়ালে নখরে’ শিরোনামের গানটি শেয়ার করার পর তা ইউটিউবে ঝড় তুলেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এক দিনেই ৭ লাখের মত ভিউ হয়েছে।
‘হলিউড ওয়ালে নখরে’ গানে কণ্ঠ দিয়েছেন উপেশ জাঙ্গওয়াল। আর কথা লিখেছেন শচিন সিংহনিয়া ও তানভির সিং কোহলি। সুর দিয়েছেন তানভির।
প্রযোজনা সংস্থা হিতেন্দ্র কাপোপারা ফিল্মস ও বিগ ব্যাট ফিল্মসের ব্যানারে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন দেবাঙ্গ দেশাই।
বিগ ব্যাট ফিল্মসের সহযোগী প্রযোজক শাহরোজ খান বলেছেন, বলিউডের সেরা পারফর্মার সানি লিওন। ‘রাইস’ সিনেমায় বিশেষ গানে অংশগ্রহণের পর তিনি আরো জনপ্রিয় হয়ে উঠেছেন।