ধর্ম ও জীবন ডেস্কঃ
লাখো মুসল্লির অংশগ্রহণে আল্লাহপাকের কাছে ক্ষমা প্রার্থনা, মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, দেশ-জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগতীরে ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সমাপ্ত হয়েছে শনিবার। প্রথম পর্ব শেষ হওয়ার একদিনের মাথায় আজ রোববার শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় পর্ব।
বিশ্ব ইজতেমার আয়োজক সূত্রে জানা গেছে, আজ ফজর নামাজের পর থেকেই ৫৪তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। কাল সোমবার সকালে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। মাওলানা মোহাম্মদ সাদের অনুসারীরা এই দুদিন ইজতেমা পরিচালনা করবেন।
এর আগে গতকাল বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বি ও তাবলিগ জামাতের শুরা সদস্য হাফেজ মাওলানা জোবায়ের।