তথ্য প্রযোক্তি ডেস্কঃ
সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের ধীর গতি নিয়ে হতাশ ব্যবহারকারীরা। ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের উদ্দেশ্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি ধীর নয়। যে সকল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বিটিআরসি থেকে লাইসেন্স প্রাপ্ত হয়েছে এবং যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সদস্য তাদের সার্ভিসকৃত ইন্টারনেটের কোনো সমস্যা হচ্ছে না’।
একটু সচেতন হলে সাধারণ ব্যবহারকারীরা প্রতারণার হাত থেকে রেহাই পেতে পারেন। এজন্য ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নেয়ার আগে বিটিআরসির ওয়েবসাইটে প্রবেশ করে দেখে নিবেন যে, ওই প্রতিষ্ঠানটি বিটিআরসি’র তালিকাভূক্ত কিনা? এছাড়াও আইএসপিএবি’র সাইটেও প্রবেশ করে দেখে নিবেন ওই প্রতিষ্ঠানটি আইএসপিএবি’র সদস্য কিনা? ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডারদের সম্পর্কে অভিযোগ জানাতে ও বিভিন্ন বিষয়ে পরামর্শ জানতে ভিজিট করতে পারেন www.ispab.org ঠিকানায়।