বিনোদন ডেস্কঃ
বলিউডের নয়া তারকা সারা আলি খানের সৎমা কারিনা কাপুর খান। সারার আপন মা অমৃতা অরোরাও একজন সাবেক অভিনেত্রী। এছাড়া তার বাবা সাইফ আলি খান সহ পরিবারের অন্যরাও অভিনয়ের সঙ্গে যুক্ত। তবে বলিউডে অভিষেক হওয়ার আগে অভিনয়ের টুকটাক পরামর্শ নায়িকা তার সৎমা কারিনার কাছ থেকেই নিয়েছেন। এমনকি ফ্যাশন বিষয়েও মেয়েকে নানা সময়ে নানা পরামর্শ দেন ‘কাভি খুশি কাভি গম’ নায়িকা।
অভিষেক ছবি ‘কেদারনাথ’-এ সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অভিনয় করেছেন সারা আলি খান। সারা যে সম্পর্কে রয়েছেন সেটা সুশান্ত আগে থেকেই জানতেন। তাই ছবি মুক্তি পাওয়ার পর একটি সাক্ষাৎকারে সুশান্ত জানিয়েছিলেন, ভাগ্য ভালো সারা আগেই জানিয়েছিল যে ও সম্পর্কে রয়েছে। নইলে আমি ওর প্রেমে পড়ে যেতাম।’
তারপরও সুশান্ত-সারাকে নিয়ে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রয়েছে। সে কারণেই মেয়েকে আগেই সাবধান করে দেন তার সৎমা কারিনা। তবে হিরোর প্রেমে পড়ার সম্ভাবনা সারার আপাতত নেই। কারণ কিছুদিন আগে নায়িকা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি এমন একজনের সঙ্গে সম্পর্কে রয়েছেন, যিনি অভিনয় বা গানের জগতের কেউ নন। কিন্তু ভবিষ্যতের কথা কে বলতে পারে?