ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভিকি জাহেদের স্বল্পদৈর্ঘ্য ‘রেইন লাভ’ আসছে ২৫ ফেব্রুয়ারি

বিনোদন ডেস্কঃ

আগামী ২৫ ফেব্রুয়ারি অনলাইনে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা ভিকি জাহেদের নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রেইন লাভ’। এটি মুক্তি পাবে জনপ্রিয় অডিও-ভিডিও লেবেল সিএমভির ইউটিউব চ্যানেলে। প্রতিষ্ঠানটি এবারই প্রথম নিজস্ব তত্ত্বাবধানে কোনও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলো।

 

‘রেইন লাভ’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া খানম ও সাজিব জামান। এই বিষয়ে নির্মাতা ভিকি বলেন, ‘নতুন মুখ উপহার দিচ্ছি এবার। গল্পের প্রয়োজনেই নতুন মুখ খুঁজছিলাম। সাজিবকে প্রথম দেখি একটি বিলবোর্ডে। দেখে মনে হলো, এ হতে পারে আমার চলচ্চিত্রের আসল নায়ক। এরপর অডিশন নেওয়া হলো এবং সিলেক্ট হলো। আমার বিশ্বাস ওর অভিনয় সবার ভালো লাগবে’।

ছবির গল্প প্রসঙ্গে তিনি আরও জানান, ‘রেইন লাভ হচ্ছে মাঘের শীতে বৃষ্টির গল্প। আর এই অদ্ভূত-অসময়ে ঝরে পড়া বৃষ্টি দুটি সাধারণ ছেলে-মেয়ের জীবনে অসাধারণ কিছু মুহূর্তের সৃষ্টি করে। যে মুহূর্তগুলো ওদের জীবন পাল্টে দেয়। কীভাবে পাল্টে দেয়, সেটি স্পষ্ট হবে ছবিটি দেখলে’।

ভিকি জাহেদের স্বল্পদৈর্ঘ্য ‘রেইন লাভ’ আসছে ২৫ ফেব্রুয়ারি

এদিকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রসঙ্গে অভিনেত্রী নাদিয়া বলেন, ‘ভিকি ভাইয়ার সাথে এটা আমার পঞ্চম স্বল্পদৈর্ঘ্য। এরমধ্যে ‘মায়া’, ‘দূরবীন’ ও ‘আজ আমার পালা’ নামের কাজগুলো দর্শক অনেক পছন্দ করেছে। এবারের গল্পটি অনেক সুন্দর। গল্পের ক্লাইমেক্স দর্শকদের ভাবাবে’।

‘রেইন লাভ’-এর চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন বিদ্রোহী দীপন, সম্পাদনা ও রঙে ছিলেন সাইফ রাসেল, সংগীত পরিচালনা করেছেন মাহামুদ হায়েত অর্পন এবং শিল্পনির্দেশক ছিলেন জাহিদ প্রীতম। সাউন্ড ডিজাইন ও ভিএফএক্স করছেন অর্নব হাসনাত, প্রধান সহকারী পরিচালক ছিলেন মুহতাসিম ত্বকী, কস্টিউমে ছিলেন আলভিরা তাসনিম এবং লাইন প্রডিউসার হিসেবে ছিলেন আদিল খান। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ‘রেইন লাভ’ মুক্তি পেতে যাচ্ছে ২৫ ফেব্রুয়ারি। এদিন বিকালে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল, ফেসবুক পেইজ ছাড়াও বেশ ক’টি ভিডিও শেয়ারিং সাইটে এটি উন্মুক্ত হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

ভিকি জাহেদের স্বল্পদৈর্ঘ্য ‘রেইন লাভ’ আসছে ২৫ ফেব্রুয়ারি

আপডেট সময় ১০:৫৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ফেব্রুয়ারী ২০১৯
বিনোদন ডেস্কঃ

আগামী ২৫ ফেব্রুয়ারি অনলাইনে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা ভিকি জাহেদের নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রেইন লাভ’। এটি মুক্তি পাবে জনপ্রিয় অডিও-ভিডিও লেবেল সিএমভির ইউটিউব চ্যানেলে। প্রতিষ্ঠানটি এবারই প্রথম নিজস্ব তত্ত্বাবধানে কোনও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলো।

 

‘রেইন লাভ’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া খানম ও সাজিব জামান। এই বিষয়ে নির্মাতা ভিকি বলেন, ‘নতুন মুখ উপহার দিচ্ছি এবার। গল্পের প্রয়োজনেই নতুন মুখ খুঁজছিলাম। সাজিবকে প্রথম দেখি একটি বিলবোর্ডে। দেখে মনে হলো, এ হতে পারে আমার চলচ্চিত্রের আসল নায়ক। এরপর অডিশন নেওয়া হলো এবং সিলেক্ট হলো। আমার বিশ্বাস ওর অভিনয় সবার ভালো লাগবে’।

ছবির গল্প প্রসঙ্গে তিনি আরও জানান, ‘রেইন লাভ হচ্ছে মাঘের শীতে বৃষ্টির গল্প। আর এই অদ্ভূত-অসময়ে ঝরে পড়া বৃষ্টি দুটি সাধারণ ছেলে-মেয়ের জীবনে অসাধারণ কিছু মুহূর্তের সৃষ্টি করে। যে মুহূর্তগুলো ওদের জীবন পাল্টে দেয়। কীভাবে পাল্টে দেয়, সেটি স্পষ্ট হবে ছবিটি দেখলে’।

ভিকি জাহেদের স্বল্পদৈর্ঘ্য ‘রেইন লাভ’ আসছে ২৫ ফেব্রুয়ারি

এদিকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রসঙ্গে অভিনেত্রী নাদিয়া বলেন, ‘ভিকি ভাইয়ার সাথে এটা আমার পঞ্চম স্বল্পদৈর্ঘ্য। এরমধ্যে ‘মায়া’, ‘দূরবীন’ ও ‘আজ আমার পালা’ নামের কাজগুলো দর্শক অনেক পছন্দ করেছে। এবারের গল্পটি অনেক সুন্দর। গল্পের ক্লাইমেক্স দর্শকদের ভাবাবে’।

‘রেইন লাভ’-এর চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন বিদ্রোহী দীপন, সম্পাদনা ও রঙে ছিলেন সাইফ রাসেল, সংগীত পরিচালনা করেছেন মাহামুদ হায়েত অর্পন এবং শিল্পনির্দেশক ছিলেন জাহিদ প্রীতম। সাউন্ড ডিজাইন ও ভিএফএক্স করছেন অর্নব হাসনাত, প্রধান সহকারী পরিচালক ছিলেন মুহতাসিম ত্বকী, কস্টিউমে ছিলেন আলভিরা তাসনিম এবং লাইন প্রডিউসার হিসেবে ছিলেন আদিল খান। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ‘রেইন লাভ’ মুক্তি পেতে যাচ্ছে ২৫ ফেব্রুয়ারি। এদিন বিকালে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল, ফেসবুক পেইজ ছাড়াও বেশ ক’টি ভিডিও শেয়ারিং সাইটে এটি উন্মুক্ত হবে।