মোঃ জুয়েল রানা, তিতাস থেকেঃ
কুমিল্লা হোমনা উপজেলার জয়পুর গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট আলেমে দ্বীন, হোমনা উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি, চরমোনাই দরবার শরীফের খাদেম ও জয়পুর কেন্দ্রীয় (মধ্যপাড়া) জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মনিরুল ইসলাম জয়পুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ (২৩ ফেব্রুয়ারী) সকাল ১১:৩০ টায় ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭০।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, ছাত্র-শিক্ষক ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ আজ রাত ১০টায় জয়পুর খেলার মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
তার মৃত্যুতে দেশের অসংখ্য আলেম-ছাত্র-শিক্ষক শোক ও সমবেদনার পাশাপাশি তার মাগফেরাত কামনা করেছেন। আল্লাহ তাআলা মাওলানা মনিরুল ইসলামকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।