ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সেরা চলচ্চিত্র ‘গ্রিন বুক’

বিনোদন ডেস্কঃ

অস্কারের ৯১তম আসরে সেরা চলচ্চিত্র মনোনীত হয়েছে ‘গ্রিন বুক’। গত বছর নভেম্বরে চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রের প্রথম মুক্তি পায়। চলচ্চিত্রটির পরিচালক যুক্তরাষ্ট্রের পিটার ফ্যারেলি। সেরা ছবির নাম ঘোষণা করেন জুলিয়া রাবার্টস।

প্রতিযোগিতায় দ্য ফেভারিট, এ স্টার বর্ন, ব্ল্যাকল্যান্সম্যান, ভাইস, ব্ল্যাক পেন্থার ও রোমাকে পেছনে ফেলে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় গ্রিন বুক।

এবার অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের রামি মালেক। ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হন তিনি। এই সিনেমায় ফ্রেডি মার্কারির চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন রামি মালেক।

সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অলিভিয়া কোলম্যান। ‘দ্য ফেভারিট’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেলেন তিনি। ওই সিনেমায় রানি অ্যান-এর চরিত্রে অনবদ্য অভিনয় করেন অলিভিয়া।

৯১তম অস্কারে পুরস্কার জয়ী যারা

শ্রেষ্ঠ চলচ্চিত্র: গ্রিন বুক

শ্রেষ্ঠ অভিনেতা: রামি মালিক (বোহেমিয়ান র‌্যাপসোডি)

শ্রেষ্ঠ অভিনেত্রী: অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা: মাহারশালা আলি (গ্রিন বুক)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী : রেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক)

শ্রেষ্ঠ পরিচালক: আলফন্সো কুয়ারন (রোমা)

চিত্রনাট্য (মৌলিক): গ্রিন বুক (নিক ভেলেলঙ্গা, ব্রায়ান কুরি ও পেটার ফেরেলি)

চিত্রনাট্য (অ্যাডপটেড): ব্ল্যাকক্ল্যান্সম্যান (চার্লি ওয়াচেল, ডেভিড র‌্যাবিনোভিৎজ, কেভিন উইলমট, স্পাইক লি)।

বিদেশি ভাষার শ্রেষ্ঠ চলচ্চিত্র : রোমা (মেক্সিকো)

পূর্ণদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র: স্পাইডার-ম্যান : ইনটু দ্য স্পাইডার-ভার্স

পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র: ফ্রি সলো

সিনেমাটোগ্রাফি: রোমা (আলফন্সো কুয়ারোন)

মৌলিক কণ্ঠসংগীত: শ্যালো (আ স্টার ইজ বর্ন সিনেমায়, সুর ও কথা- লেডি গাগা, মার্ক রনসন, অ্যান্থনি রোসোমান্ডো এবং এন্ড্রু ওয়েইট)

চলচ্চিত্র সম্পাদনা: বোহেমিয়ান র‌্যাপসোডি (জন অটম্যান)

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

সেরা চলচ্চিত্র ‘গ্রিন বুক’

আপডেট সময় ১১:৪৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯
বিনোদন ডেস্কঃ

অস্কারের ৯১তম আসরে সেরা চলচ্চিত্র মনোনীত হয়েছে ‘গ্রিন বুক’। গত বছর নভেম্বরে চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রের প্রথম মুক্তি পায়। চলচ্চিত্রটির পরিচালক যুক্তরাষ্ট্রের পিটার ফ্যারেলি। সেরা ছবির নাম ঘোষণা করেন জুলিয়া রাবার্টস।

প্রতিযোগিতায় দ্য ফেভারিট, এ স্টার বর্ন, ব্ল্যাকল্যান্সম্যান, ভাইস, ব্ল্যাক পেন্থার ও রোমাকে পেছনে ফেলে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় গ্রিন বুক।

এবার অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের রামি মালেক। ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হন তিনি। এই সিনেমায় ফ্রেডি মার্কারির চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন রামি মালেক।

সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অলিভিয়া কোলম্যান। ‘দ্য ফেভারিট’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেলেন তিনি। ওই সিনেমায় রানি অ্যান-এর চরিত্রে অনবদ্য অভিনয় করেন অলিভিয়া।

৯১তম অস্কারে পুরস্কার জয়ী যারা

শ্রেষ্ঠ চলচ্চিত্র: গ্রিন বুক

শ্রেষ্ঠ অভিনেতা: রামি মালিক (বোহেমিয়ান র‌্যাপসোডি)

শ্রেষ্ঠ অভিনেত্রী: অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা: মাহারশালা আলি (গ্রিন বুক)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী : রেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক)

শ্রেষ্ঠ পরিচালক: আলফন্সো কুয়ারন (রোমা)

চিত্রনাট্য (মৌলিক): গ্রিন বুক (নিক ভেলেলঙ্গা, ব্রায়ান কুরি ও পেটার ফেরেলি)

চিত্রনাট্য (অ্যাডপটেড): ব্ল্যাকক্ল্যান্সম্যান (চার্লি ওয়াচেল, ডেভিড র‌্যাবিনোভিৎজ, কেভিন উইলমট, স্পাইক লি)।

বিদেশি ভাষার শ্রেষ্ঠ চলচ্চিত্র : রোমা (মেক্সিকো)

পূর্ণদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র: স্পাইডার-ম্যান : ইনটু দ্য স্পাইডার-ভার্স

পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র: ফ্রি সলো

সিনেমাটোগ্রাফি: রোমা (আলফন্সো কুয়ারোন)

মৌলিক কণ্ঠসংগীত: শ্যালো (আ স্টার ইজ বর্ন সিনেমায়, সুর ও কথা- লেডি গাগা, মার্ক রনসন, অ্যান্থনি রোসোমান্ডো এবং এন্ড্রু ওয়েইট)

চলচ্চিত্র সম্পাদনা: বোহেমিয়ান র‌্যাপসোডি (জন অটম্যান)