তথ্যপ্রযোক্তি ডেস্কঃ
কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশের আইনি কাঠামো ও সংস্কৃতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে ফেসবুক। একই সঙ্গে ফেসবুক বাংলাদেশে তাদের অফিস খোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।
স্পেনের রাজধানী বার্সেলোনায় ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে এক বৈঠক হয়। বৈঠকে মোস্তাফা জব্বার বাংলাদেশে পর্নোগ্রাফি, পরীক্ষার প্রশ্ন ফাঁস, অপপ্রচারসহ নানা নিরাপত্তা প্রসঙ্গে বাংলাদেশের নিয়ম-নীতি মেনে চলার আহ্বান জানান ফেসবুক কর্তৃপক্ষকে। এ সময় ফেসবুক জানায়, তাদের সিস্টেম হতে পর্নোগ্রাফি সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে। এটি ভবিষ্যতেও চলবে।
বৈঠকে ফেসবুকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গ্লোবাল পলিসি সলিউশনের ভাইস প্রেসিডেন্ট রিচার্জ অ্যালান এবং সাউথ এশিয়ার হেড অব পলিসি অশ্বিনি রানা।