বিনোদন ডেস্কঃ
অস্কারে সেরা অরিজিনাল সং বিভাগে অস্কার জিতলেন লেডি গাগা। তবে এ খবরের চেয়েও এবারের আসরে গাগা অন্য খবর নিয়ে আছেন আলোচনায়। গাগা ২০০ কোটি টাকার নেকলেস পরে গিয়েছিলেন অস্কারের রেড কার্পেটে। কালো অ্যালেক্সান্ডার ম্যাকুইন গাউন ও অড্রে হেপবার্নের হেয়ারস্টাইলে সেজেছিলেন লেডি গাগা।
১৯৬২ সালে অড্রে তাঁর ব্রেকফাস্ট অ্যাট টিফানিজ ছবির পোস্টারে দামি এই নেকলেসটি পরেছিলেন। টিফানি অ্যান্ড কোম্পানির আর্কাইভে অত্যন্ত মূল্যবান ও অনন্য নেকলেসের টিফানি হিরে। ১২৮ দশমিক ৫৪ ক্যারাটের হলুদ হিরের নেকলেস ইতিহাসে মাত্র দুজনই পরেছেন।
গতকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত আসর। যেখানে প্রতিবারের মতো এবারও বসেছিল বিশ্বখ্যাত তারকাদের মিলনমেলা। এবারও ২৪টি বিভাগে দেওয়া হয় এই অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড।